আইসল্যান্ডের একটি গুহায় বরফ ধসে প্রাণহানি হয়েছে ১ জনের। এ ঘটনায় নিখোঁজ রয়েছে দুই বিদেশি পর্যটক। নিখোঁজদের খুঁজতে চলমান রয়েছে উদ্ধার অভিযান। খবর বিবিসির।
আইসল্যান্ডের দক্ষিণাঞ্চলের ব্রিডামারকুরজকুল হিমবাহে ঘটে এমন দুর্ঘটনা। বিভিন্ন দেশ থেকে আগত ২৫ জনের একটি ভ্রমণার্থীর দল হিমবাহের নিচে অবস্থিত প্রাকৃতিক গুহা দেখতে সেখানে একত্রিত হন।
কর্তৃপক্ষ জনায়, ভ্রমণার্থীরা গুহায় ঢুকলে তাদের ওপর ভেঙ্গে পড়ে সেটি। একজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। বাকি ২ জনকে জীবিত ধারণা করেই অনুসন্ধান করা হচ্ছে বলে জানায় পুলিশ। তবে এখনেও কারও জাতীয়তা নিশ্চত করা যায়নি।
/এএম
Leave a reply