ঢাকা-১ আসনের জন্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে সালমা ইসলামের পক্ষে এ মনোনয়নপত্র জমা দেয়া হয়।
এর আগে রোববার দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হলে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কাছ থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেন সালমা ইসলাম।
এদিকে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিতরণের তারিখ দুদিন বর্ধিত করা হয়েছে।
সে অনুযায়ী আগামী ১১, ১২, ১৩ নভেম্বরের পাশাপাশি ১৪ ও ১৫ তারিখও জাতীয় পার্টির মনোনয়ন ফরম বনানী অফিস থেকে বিতরণ করা হবে।
নতুন শিডিউল অনুযায়ী, আগামী ১৬ নভেম্বর চেয়ারম্যানের বনানী কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
গতকাল সোমবারও জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিস থেকে একাদশ জাতীয় নির্বাচনে আগ্রহী প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। এদিন জাতীয় পার্টির ৫৬২ মনোনয়ন ফরম বিতরণ হয়।
এ ছাড়া রোববার বিতরণ হয়েছে ৫৫৩টি। সব মিলিয়ে এ পর্যন্ত ১১১৫ মনোনয়ন ফরম বিতরণ হয়েছে।
Leave a reply