ভারতবিরোধী পোস্টে ‘লাভ রিয়াক্ট’, ফেরত পাঠানো হলো বাংলাদেশি ছাত্রীকে

|

আসামের জাতীয় প্রযুক্তি ইনস্টিটিউট (এনআইটি)

ভারতবিরোধী একটি পোস্টে ‘লাভ রিয়াক্ট’ দেয়ায় আসামের জাতীয় প্রযুক্তি ইনস্টিটিউট (এনআইটি) থেকে এক বাংলাদেশি ছাত্রীকে বহিষ্কার করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার।

ঐ বাংলাদেশি শিক্ষার্থীর নাম মাইশা মেহজাবিন বলে জানা গেছে। তিনি আসামের শিলচরে অবস্থিত এনআইটির ইলেকট্রিক অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের শিক্ষার্থী ছিলেন।

ভারতীয় গণমাধ্যমের দাবি, সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি ভারতবিরোধী পোস্টে ‘লাভ রিয়াক্ট’ দিয়ে সমর্থন জানান তিনি। এরপরই সোমবার (২৬ আগস্ট) তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে কর্তৃপক্ষ।

তবে ভারতীয় পুলিশের দাবি, বাংলাদেশি এই ছাত্রীকে বহিষ্কার করা হয়নি বরং বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

উল্লেখ্য, আসামের জাতীয় প্রযুক্তি ইনস্টিটিউটে বর্তমানে ৭০ জন বাংলাদেশি শিক্ষার্থী পড়াশুনা করছেন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply