বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট দেখা যাবে বিনামূল্যে

|

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্টেডিয়ামে প্রবেশের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ম্যাচটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর।

ছুটির দিন মাথায় রেখে এই উদ্যোগ নিয়েছে পিসিবি। সর্বাধিক দর্শকের মাঠে প্রবেশ করে পছন্দের খেলোয়াড়দের খেলা দেখার সুযোগ করে দিয়েছে পিসিবি। পরিবারসহ শিক্ষার্থীদের মাঠে এসে খেলা দেখতে অনুপ্রাণিত করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে পিসিবির।

বিনামূল্যে খেলা দেখতে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের জন্য আসল সিএনআইসি বা বি-ফর্ম আনতে হবে। পরিবারসহ খেলা দেখার জন্য রিজার্ভ রাখা হয়েছে ভিআইপি এনক্লোজারের( ইমরান খান ও জাভেদ মিয়াদাদ) ব্যবস্হা। এর বাইরে প্রিমিয়াম এনক্লোজার থেকে বিনামূল্যে খেলা দেখা যাবে। তবে পিসিবি গ্যালারি বা প্লাটিনাম বক্সের জন্য প্রবেশ নীতি।

প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও শুধু বিনামূল্যে মাঠে প্রবেশই নয় বরং দর্শকদের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশের সুবিধার জন্য ম্যাচের দিন দুটি রুটে একটি বিনামূল্যে শাটল বাস পরিষেবা চালু থাকবে। 

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে স্বাগতিকদের ১০ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply