বাংলাদেশের করা ৭ উইকেটে ৫২২ রানের জবাবে ঢাকা টেস্টের তৃতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে জিম্বাবুয়ে। শেষ খবর পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৩ উইকেটে ১০০ রান।
আগের দিনের ১ উইকেটে ২৫ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং শুরু করে জিম্বাবুয়ে। দিনের দ্বিতীয় ওভারে খালেদ আহমেদের বাউন্সার আঘাত হানে ব্রায়ান চারির হেলমেটে। তবে মাঠে প্রাথমিক চিকিৎসার পর ব্যাটিং চালিয়ে যান তিনি।
নাইটওয়াচম্যান ডোনাল্ড ট্রিপানোকে মিরাজের তালুবন্দি করেন তাইজুল। ৫৩ রান করা চারিকে শিকার করেন মিরাজ। লাঞ্চের আগে, ২ উইকেট হারিয়ে ৭৫ রান যোগ করে জিম্বাবুয়ে।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি আর মুমিনুল হকের সেঞ্চুরিতে, ৭ উইকেটে ৫২২ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ২১৯ রানের অনবদ্য এক ইনিংস খেলে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম।
Leave a reply