নতুন ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি গত ১৩ আগস্ট নিয়োগ পাওয়া ৯ জন বাদে আগের নিয়োগপ্রাপ্ত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রাষ্ট্রপতি দ্যা বাংলাদেশ ল’ অফিসার্স অর্ডার, ১৯৭২ (পি.ও.নং. ৬ অব ১৯৭২) এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিম্নবর্ণিত ৬৬ (ছেষট্টি) জন আইনজীবীকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি-জেনারেল পদে নিয়োগ প্রদান করেছেন। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগকৃতরা হলেন, মো. জসিম সরকার, মো. মাহফুজুর রহমান (মিলন), নাসরিন আক্তার, মোহাম্মদ মাসুদ রানা, মো. হুমায়ুন কবির মঞ্জু, রেজাউল কবির রেজা, খান জিয়াউর রহমান, আকতার হোসেন মো. আবদুল ওয়াহাব, মাহবুবা আক্তার জুঁই, মোহাম্মদ মেহেদি হাসান, মোহাম্মদ মহসিন কবির, মোহাম্মদ মুজিবুর রহমান, মো. মোহাদ্দেস-উল-ইসলাম (টুটুল), শেখ জুলফিকার আলম শিমুল, মিস সালমা সুলতানা, এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ, মোহাম্মদ ওসমান চৌধুরী, এ. এস. এম মোক্তার কবির খান, মাহমুদ হাসান, রাসেল আহম্মদ, মো. আহসান উল্লাহ, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, নাহিদ হোসেন, নূর মোহাম্মদ আজমী, আবদুল্লাহ আল বাকী, শেখ তাহসিন আলী, মো. লুৎফর রহমান, খন্দকার বাহার রুমি, সৈয়দ এজাজ কবির, আব্দুল্লাহ আল মাহমুদ, মো. এমরান খান, সৈয়দা সাজিয়া শারমিন, মো. তাহেরুল ইসলাম (তৌহিদ), মোহাম্মদ জিসান হায়দার, মোহাম্মদ ওলিউল ইসলাম ওলি, মো. আনিসুর রহমান খান, মো. এরশাদুল বারি খন্দকার, জামিলা মমতাজ, মো. বদিউজ্জামান তপাদার, মো. দেলোয়ার হোসেন খান, খান মো. পীর-ই আযম (আকমল), প্রকাশ রঞ্জন বিশ্বাস।
আইনুন নাহার, মাহফুজ বিন ইউসুফ, শিউলি খানম, দিহিদার মাসুম কবির, সাথিকা হোসেন, এ.এস.এম সাইফুল করিম, মো. হেমায়েত উল্লাহ, তানিম খান, রাশীদা আলম ঐশ্বী, মির্জা আল মাহমুদ, জাহাঙ্গীর আহমেদ খান, কাজী ওয়ালিউল ইসলাম, মো. সাইফুদ্দিন খালেদ, সুজিত কুমার চ্যাটার্জী, মনজুরুল ইসলাম সুজন, মো. আখতারুজ্জমান, মোহাম্মদ আবদুল বাসেত, মো. ইউসুফ আলী, মো. সাইফুর রহমান, মুহাম্মদ আবদুল করিম, ড. মো. গোলাম রহমান ভূঁইয়া, ফরিদ উদ্দিন খান, মুহাম্মদ শফিকুর রহমান ও মো. আসাদ উদ্দিন।
/আরএইচ
Leave a reply