ট্রাম্পের ওপর হামলার ঘটনার প্রতিবেদনে যা জানালো এফবিআই

|

পেনসিলভানিয়ার সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় একজনই জড়িত ছিলেন বলে নিশ্চিত করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা– এফবিআই। একইসঙ্গে এ হামলায় বিদেশি কোনো পক্ষের সম্পৃক্ততার ইঙ্গিতও পায়নি সংস্থাটি।

গতকাল বুধবার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায় মার্কিন এ গোয়েন্দা সংস্থাটি।

ইতোমধ্যে ২০ বছর বয়সী হামলাকারী থমাস ক্রুকসের ব্যবহৃত ব্যাকপ্যাক, অস্ত্র ও গাড়িতে পাওয়া বিস্ফোরক ডিভাইসের ছবি প্রকাশ করা হয়েছে। তবে, তার মোটিভ সম্পর্কে এখনও কিছু জানাতে পারেনি এফবিআই।

ক্রুকসের সার্চ হিস্ট্রি থেকে জানা গেছে, বেশ কয়েকমাস আগে থেকেই ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের প্রচারণার খোঁজ নিতেন তিনি। জন এফ কেনেডি হত্যা, বোমা তৈরির কৌশলও ছিলো তার সার্চের অংশ।

উল্লেখ্য, গত ১৩ জুলাই ট্রাম্পের সমাবেশের সময় কাছাকাছি ভবনের ছাদ থেকে গুলি ছোঁড়েন ক্রুকস। ট্রাম্পের কানের পাশ দিয়ে চলে যায় বুলেটটি। এরপর সিক্রেট সার্ভিস স্নাইপারদের গুলিতে নিহত হন হামলাকারী।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply