সাইবার নিরাপত্তা আইনসহ সকল গণবিরোধী আইন ও মামলা বাতিলের দাবি জানিয়েছেন মুক্ত গণমাধ্যম ও ডিজিটাল অধিকার সংগঠন–মুক্ত প্রকাশ। আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ড. সৈয়দা আইরিন জামান বলেন, অবিলম্বে আইসিটি অ্যাক্ট, ডিএসএ বা সিএসএ আইনে যে মামলাগুলো হয়েছে সেগুলো খারিজ করতে হবে। বর্তমান সরকারকে এ সংক্রান্ত নতুন অধ্যাদেশ জারি করতে হবে।
তিনি আরও বলেন, সংবাধিধান ও মানবাধিকারের সাথে সাংঘর্ষিক না হয় এবং সাংবাদিকদের পেশাগতকাজে যেন বাধা সৃষ্টি না করে এমন আইন করতে হবে। আন্তর্জাতিক মানদন্ড বজায় রেখে এ বিষয়ে যারা দক্ষ তাদের দিয়ে আইন প্রনয়ন করতে হবে বলেও দাবি করেন মুক্ত প্রকাশের সভাপতি।
/এমএইচ
Leave a reply