পাকিস্তানে পাঁচ দশমিক চার মাত্রার ভূমিকম্প

|

পাকিস্তানে ৫ দশমিক ৪ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টা ৫৬ মিনিটে খাইবার পাখতুনখোয়া প্রদেশে এ ভূমিকম্প অনুভূত হয়। এতে কেঁপে ওঠে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ও লাহোরও। তবে এখন পর্যন্ত এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের ইশকাশিম শহর থেকে ২৮ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে। খবর দ্য ডন’র।

ভূমিকম্পের কেন্দ্রস্থল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে এবং ভূপৃষ্ঠ থেকে ২১৫ কিলোমিটার গভীরে বলে পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে।

মর্দান, মালাকান্দ, হাঙ্গু, বুনার, শাংলা, দির এবং চারসাদ্দাসহ খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন শহরে ভূমিকম্পটির কম্পন অনুভূত হয়েছে বলে এক প্রতিবেদনে ডন জানিয়েছে।

এদিকে, ভূমিকম্পের পর খাইবার পাখতুনখোয়া প্রদেশের শাংলা জেলায় এক হাজারের বেশি উদ্ধারকর্মীকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। তবে কন্ট্রোল রুম থেকে এখন পর্যন্ত কোনও জরুরি খবর আসেনি।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply