আগামীকাল বেলা ১২টায় নির্বাচন কমিশনে যাচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্ট। এ তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুরে ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।
এসময় মির্জা ফখরুল বলেন, সুষ্ঠু নির্বাচনে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে ইসি। নির্বাচন এক মাস পেছানোর দাবি জানাতে কমিশনে যাবেন তারা।
তিনি আরো বলেন, ১৬ নভেম্বর ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদকদের সাথে বসবে জাতীয় ঐক্যফ্রন্ট।
এর আগে মঙ্গলবার দুপুরে ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠক করে ঐক্যফ্রন্টের নেতারা। বৈঠকে উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তাফা মোহসীন মন্টু, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ।
Leave a reply