দুদকের মামলায় স্থায়ী জামিন পেলেন ব্যবসায়ী লুৎফর রহমান বাদল

|

ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় স্থায়ী জামিন পেয়েছেন আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও ব্যবসায়ী লুৎফর রহমান বাদল।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে দুদকের দুই মামলায় জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তাকে স্থায়ী জামিন দেন।

লুৎফর রহমান বাদলের আইনজীবী মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দেয়া হয়। অভ্যন্তরীণ পরিস্থিতি খারাপ থাকায় দেশের বাইরে ছিলেন বাদল। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে এসেছেন তিনি।

নিজের বিরুদ্ধে দায়ের হওয়া অন্যান্য মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলোতেও আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেছেন ব্যবসায়ী ও আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান বাদল।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply