চিকিৎসকের অবহেলায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ

|

শরীয়তপুরের ডামুড্যার একটি ক্লিনিকে চিকিৎসকের অবহেলায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এরপর বিক্ষুব্ধ স্বজনরা অভিযুক্ত ক্লিনিকটিতে ভাঙচুর চালায়।

স্বজনরা জানায়, প্রসব বেদনা নিয়ে গত বুধবার (২৮ আগস্ট) রাতে হ্যাপি মেডিকেল হলে ভর্তি হন গৃহবধু আকলিমা। নরমাল ডেলিভারিতে ছেলে শিশুর জন্ম হয়। কিন্তু অবস্থার অবনতি হলে নবজাতককে দেয়া হয় অক্সিজেন।

অন্যদিকে, গতকাল বৃহস্পতিবার সকালে আকলিমার শারীরিক অবস্থারও অবনতি ঘটে। এসময় তাকে রক্ত দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মা ও নবজাতককে ঢাকা মেডিকেলে পাঠান চিকিৎসক।

হাসপাতালে নেয়ার পথে দুপুরে নবজাতকের মৃত্যু হয়। পরে ঢাকা মেডিকেলে মারা যান মা আকলিমা।

এ ঘটনায় গতরাতেই ওই ক্লিনিকে ভাঙচুর চালিয়েছে স্বজনরা। তাদের অভিযোগ, চিকিৎসকের অবহেলায় মৃত্যু হয়েছে মা ও শিশুর। এ ঘটনায় ক্লিনিক কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply