আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কমর্সূচি পালন করছে মায়ের ডাক সংগঠন। শুক্রবার (৩০ আগস্ট) সকাল থেকে গুমের শিকার পরিবারগুলো একজোট হয়ে এই কমর্সূচিতে যোগ দেন।
ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, যারা গুমের শিকার হয়েছেন অবিলম্বে তাদের তালিকা তৈরি করতে হবে। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তোলেন তারা। সেই সাথে ভুক্তভোগী পরিবারগুলোর যথাযথ ক্ষতিপূরণ দেয়ার আহ্বান জানায় সংগঠনটি।
বক্তারা বলেন, আয়না ঘর থেকে যারা বেরিয়েছেন তারা প্রকাশ করেছেন দুর্বিষহ নির্যাতনের কথা। জোরপূর্বক গুমের ঘটনা যাতে আর কখনও না ঘটে সে বিষয়ে লক্ষ্য রাখার জোর দাবি জানিয়েছেন তারা।
/এমএইচ
Leave a reply