আওয়ামী লীগ সরকার গুমবিরোধী সনদে সই করেনি; যা অন্তর্বর্তীকালীন সরকার করেছে। গত ১৫ বছরে যতো মানবতাবিরোধী অপরাধ হয়েছে, সেগুলো তদন্ত এবং শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে ছিল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের স্মরণসভা। সেখানে তিনি এসব কথা বলেন। ঢাকায় আসা জাতিসংঘের কমিটি দিয়ে গুম-খুনের ঘটনা তদন্তের আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার গুমের জন্য কমিশন করেছে, সেটি আশার খবর। এ সময় ভুক্তভোগী পরিবারগুলোকে রাষ্ট্রের তরফ থেকে সহায়তার আহ্বান জানান তিনি। অন্তর্বর্তী সরকার যেনো সুষ্ঠু নির্বাচন করতে পারে, তাই সবাইকে সহায়তার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্য নেতারা, বলেন যেদিন নির্বাচন করে সংসদ গঠন হবে সেদিন চূড়ান্ত বিজয় হবে। বর্তমান সরকারের হাতকে শক্তিশালী করার তাগিদ দেন নেতারা।
/এনকে
Leave a reply