‘ইসলামী ব্যাংক দখল ইতিহাসে সবচেয়ে বড় ব্যাংকিং কেলেঙ্কারি’

|

ইসলামী ব্যাংক দখল দেশের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাংকিং কেলেঙ্কারি। কেন্দ্রীয় ব্যাংকের আনুকূল্যে এবং নীতি নির্ধারকদের অনৈতিক সমর্থনে এস আলম গ্রুপ ১০টি ব্যাংক দখল করেছে- অভিযোগ আর্থিক খাতের বিশ্লেষকদের। শুক্রবার (৩০ আগস্ট) ফোরাম ফর বাংলাদেশ স্ট্যাডিজ আয়োজিত অনলাইন সেমিনারে, ব্যাকিং খাতের মুমূর্ষু অবস্থা তুলে ধরেন, অর্থনীতিবীদ, গবেষক, ব্যাংকার ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

এ সময় তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই ফুলে-ফেঁপে বড় হয়েছে এস আলম। মুমূর্ষু ব্যাংকিং খাত পুনরুদ্ধার এবং টেকসই পুনর্গঠনে আমানতকারী এবং এসএমইকে গুরুত্ব দিয়ে নীতিমালার পরামর্শ দেন অর্থনীতিবিদরা।

তারা উল্লেখ করেন, শেখ হাসিনা সরকারের পতনের পর, ব্যাংকিং খাত সংস্কারের অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিয়েছে। এসব কার্যক্রম টেকসই করতে সেমিনারে নানা পরামর্শ উঠে আসে। হারানো আস্থা ফিরিয়ে আনতে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়ারও আহ্বান জানান তারা।

এ সময় আলোচকরা বিদেশি ঋণের সঠিক ব্যবহার, পাচারকৃত অর্থ ফেরত আনা, জবাবদিহীতা নিশ্চিত করার তাগিদ দিয়ে বলেন, রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারনে ব্যাংকিং খাত বেহা্ল অবস্থায় পড়েছে। ভবিষ্যতে এধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সেজন্য জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির পরামর্শও দেন বিশ্লেষকরা।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply