মধ্যরাতে অনুষ্ঠিত নারীদের শেকল ভাঙার পদযাত্রা

|

নারীর প্রতি সব বৈষম্যমূলক আইন দূর হবে। সমাজ হবে সমতার। নারীর প্রতি নিপীড়ন করে কেউ পার পেয়ে যাবে না। এমন একটি সমাজ গড়ার প্রত্যয়ে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো নারীদের শেকল ভাঙার পদযাত্রা।

শুক্রবার (৩০ আগস্ট) দিবাগত রাত বারোটার দিকে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের প্রতিবাদে রাজধানীর শাহবাগে জড়ো হন নারীরা।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা নারীর প্রতি সহিংসতা বন্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে শাহবাগ থেকে মশাল মিছিল নিয়ে পদযাত্রাটি জাতীয় সংসদ ভবনের উদ্দেশে রওনা হয়।

পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা তাদের দাবিগুলো তুলে ধরেন। বলেন, নারীর অধিকার ও নিরাপত্তা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। তুলে ধরা হয় ধর্ষণের সর্বোচ্চ শাস্তিসহ ১৩ দফা দাবি।

বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ বন্ধে অন্তর্বর্তী সরকারকে আরও কঠোর হতে হবে। এছাড়া হাইকোর্টের নির্দেশানুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি সব প্রতিষ্ঠানে যৌন নির্যাতনবিরোধী সেল কার্যকর ও পূর্ণ বাস্তবায়ন করার দাবিও জানান তারা।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply