ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের জেনিন শাখার প্রধানকে হত্যার দাবি করেছে ইসরায়েল। গতকাল শুক্রবার (৩০ আগস্ট) দেশটির সেনাবাহিনী এ দাবি করে।
তারা জানায়, বর্ডার পুলিশ ফোর্সের অভিযানে ওয়াসিম হাজেম নামের ওই কমান্ডার নিহত হয়েছেন। ইসরায়েলের অভিযোগ, পশ্চিম তীরে দখলদারের ওপর বোমা ও বন্দুক হামলার জড়িত ছিলেন তিনি।
ওয়াসিমকে হত্যার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে ইসরায়েল। এসময় হামাসের আরও দুই সদস্যকেও হত্যার দাবি করে তারা।
গত কয়েকদিন ধরেই সন্ত্রাসবিরোধী অভিযানের নামে পশ্চিম তীরে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি সেনারা। পাশাপাশি যুদ্ধবিমান, ড্রোন ও বুলডোজার দিয়ে ফিলিস্তিনিদের ওপর বর্বরতাও চলছে।
/এমএইচ
Leave a reply