রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন মঙ্গোলিয়া সফরকে ঘিরে তৈরি হয়েছে টানটান উত্তেজনা। পুতিনকে গ্রেফতার করতে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন। শনিবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, রুশ নেতাকে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসির কাছে হস্তান্তরের দাবিও জানিয়েছে। আগামী মঙ্গলবার মঙ্গোলিয়া সফরের কথা পুতিনের।
গ্রেফতারি পরোয়ানা জারির পর প্রথমবারের মতো আইসিসির সদস্য কোনো দেশে যাচ্ছেন পুতিন। ক্রেমলিন অবশ্য বলছে, এ বিষয়ে চিন্তিত নন তারা। দু’দেশের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে বলে দাবি মুখপাত্র দিমিত্রি পেসকোভের।
আইসিসির কর্মকর্তারা জানিয়েছেন, সদস্যদেশ হিসেবে আদালতের বিধান মানতে দায়বদ্ধতা থাকলেও অভিযুক্তকে গ্রেফতারে বাধ্য নন তারা। রোম চুক্তি অনুযায়ী কিছু শর্তে ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে গত বছর মার্চে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি।
/এআই
Leave a reply