তরুণদের সাথে প্রধানমন্ত্রীর নির্ধারিত অনুষ্ঠান স্থগিত

|

আগামী ১৬ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণে তরুণদের সাথে ‘লেটস টক’ শীর্ষক যে পারস্পরিক আলোচনার অনুষ্ঠান হওয়ার কথা ছিল তা আপাতত স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গনভবন থেকে অনুষ্ঠানটি বিটিভিসহ দেশের ইলেক্ট্রনিক মিডিয়ায় সম্প্রচারিত হওয়ার কথা ছিল।

তবে কেন বাতিল করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

পরিকল্পনা অনুযায়ী, উদ্যোক্তা, পেশাজীবী, চাকরিজীবী, ছাত্রছাত্রী, ক্রীড়া, সাংস্কৃতিক কর্মীসহ সারা দেশ থেকে মনোনীত হয়ে আসা ১৫০ জন তরুণ-তরুণী এদিন বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ‘লেটস টক উইথ শেখ হাসিনা’ শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা ছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ হিসেবে দেশকে গড়ে তুলতে তার সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনার বিষয় নিয়ে তরুণদের সঙ্গে আলোচনা হওয়ার কথা ছিল ওই অনুষ্ঠানে।

বাংলাদেশ আওয়ামী লীগের গবেষণা শাখা ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন’ (সিআরআই) এই অনুষ্ঠানের আয়োজক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply