সংবিধান পুনর্লিখন ছাড়া উপায় নেই: ড. আলী রিয়াজ

|

সাংবিধানিকভাবে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। সংবিধানের পুনর্লিখন ছাড়া আর কোনো উপায় নেই। কোনো দল যদি ৩০০ আসনও পায় তাও এই সংবিধান পরিবর্তন করতে পারবে না। এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর ও সিজিএস’র উপদেষ্টা পরিষদের সদস্য ড. আলী রীয়াজ।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে রাজধানীর বিজ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের (সিজিএস) সংলাপে এ কথা বলেন তিনি।

ড. আলী রীয়াজ বলেন, নির্বাচনী সার্চ কমিটি অস্বচ্ছ ছিল। শেখ হাসিনা নিজের পছন্দের লোককে কমিশনে বসিয়েছে। সংবিধানে প্রধানমন্ত্রীর হাতে অভাবনীয় ক্ষমতা দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মতো গণতান্ত্রিক দেশে মূল বিষয়গুলো ঠিক রেখে সংবিধান সংশোধন করা হয়েছিল। বাংলাদেশেও পরিস্থিতি অনুযায়ী তেমন কিছু করা যেতে পারে।

সংলাপে অন্যান্য বক্তারা বলেন, দেশকে পুনর্গঠন করতে হলে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। নির্বাচন ও সংবিধান সংশোধনের মাধ্যমে দেশকে আবারও জনগণের হাতে তুলে দেয়ার বিষয়েও আলোকপাত করেন বক্তারা।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply