পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টে ফাইফার তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৬১ রানের খরচে ৫ উইকেট নেন তিনি। আর এতেই রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের অনার্স বোর্ডে নাম ওঠে এ টাইগার অলরাউন্ডারের। মিরাজের অনবদ্য বোলিংয়ের সুবাদে প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয় স্বাগতিকরা।
প্রথম দিনের খেলা বৃষ্টিতে ভেসে গেলে দ্বিতীয় দিনে মাঠে গড়ায় দু’দলের মধ্যকার দ্বিতীয় টেস্ট। পাকিস্তান শিবিরে প্রথম আঘাত হানেন পেসার তাসকিন আহমেদ। প্রথম সেশনে লাঞ্চের আগে আর কোনো উইকেট হারায়নি স্বাগতিকরা। বিরতির পরের সেশনেই জোড়া আঘাত হানেন মিরাজ। বিদায় করেন অর্ধশতক তুলে নেয়া দুই ব্যাটার শান মাসুদ ও সাইম আয়ুবকে।
চা-বিরতির পর আবারও আগের রূপে মিরাজ। এবার একে একে প্যাভিলিয়নে ফেরান খুররম, আলী ও আবরারকে। ৫ উইকেটের মধ্যে দুটি ক্যাচে, দুটি লিটনের স্ট্যাম্পিংয়ে ও একটিতে তিনি লেগ বিফোরের ফাঁদে ফেলেন ব্যাটারদের।
/এমএইচআর
Leave a reply