রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপদ্বীপ কামচাটকায় তিন ক্রু সদস্য ও ১৯ যাত্রীসহ একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। শনিবার (৩১ আগস্ট) এ তথ্য জানিয়েছে দেশটির জরুরি মন্ত্রণালয়। খবর, বিবিসি’র।
প্রতিবেদনে বলে হয়, এমআই-এইটটি হেলিকপ্টারটি শনিবার ভচকাজেতাস আগ্নেয়গিরির নিকটবর্তী একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করে। স্থানীয় সময় বিকেল ৪টায় ক্রুদের রিপোর্ট করার কথা থাকলেও তারা তা করেনি। ওই অঞ্চলে ঘন কুঁয়াশা থাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান বিঘ্নিত হচ্ছে বলে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, সময়ের ব্যবধানে মস্কো থেকে নয় ঘণ্টা এগিয়ে থাকা কামচাটকা একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। নদ-নদীর আদিম রূপ, উষ্ণ আবহাওয়া ও আগ্নেয়গিরির জন্য অঞ্চলটি পরিচিত। অনেক ভ্রমণপিপাসু মানুষ সেখানে ছুটি কাটাতে ও ঘুরতে যায়।
/এমএইচআর
Leave a reply