অবরুদ্ধ গাজা উপত্যকায় অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন- হামাস আর ইসরায়েল। মঙ্গলবার মিসরের মধ্যস্থতায় হয় এ অস্ত্রবিরতি।
এ ঘোষণার পরপরই রাজপথে নেমে উচ্ছ্বাস জানায় হাজারো ইসরায়েলি জনতা। সাম্প্রতিক সামরিক উত্তেজনা কমাতে অস্ত্রবিরতির সিদ্ধান্তের কথা জানিয়েছে হামাস। সংগঠনটির নেতা ইসমাইল হানিয়া বলেন, ইসরায়েল শর্ত লঙ্ঘন না করলে সংঘাতের পথে যাবেন না তারা। যদিও এ ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি তেলআবিবের পক্ষ থেকে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে বেশ কিছু ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, চারটি পৃথক মধ্যস্থতাকারী পক্ষের মাধ্যমে হামাস অস্ত্রবিরতির অনুরোধ করে। উপত্যকায় চার বছরের মধ্যে সবচেয়ে ব্যাপক এ সামরিক উত্তেজনার মধ্যে, ইসরায়েলের বিমান হামলায় দু’দিনে প্রাণ গেছে অন্তত ১০ ফিলিস্তিনির।
Leave a reply