ঢামেকের জরুরী বিভাগে ঢুকে এক গ্রুপের ওপর আরেক গ্রুপের হামলা, আটক ৪

|

ফাইল ছবি

মেডিকেল প্রতিবেদক:

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভিতরে ধারালো অস্ত্র নিয়ে এক গ্রুপের ওপর আরেক গ্রুপের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার জনকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (৩১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, খিলগাঁও এর সিপাহীবাগ এলাকায় দুই গ্রুপের সংঘর্ষের একটি ঘটনা ঘটে। পরে এ ঘটনায় আহত এক গ্রুপ ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসে। পরে অন্য আরেকটি গ্রুপ চাপাতি নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের ভিতরে ঢুকে যায়।

তিনি আরও বলেন, এ সময় চারজনকে আটক করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়। তাদের কাছ থেকে কয়েকটি চাপাতি উদ্ধার করা হয়। তবে আটক চার জনের নাম পরিচয় তিনি জানাতে পারেননি।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply