একদলীয় শাসনব্যবস্থা থেকে বেরিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির জন্ম হয়েছিল। দেশের গণতন্ত্রের উত্তরণ ও অর্থনৈতিক সংস্কারের লক্ষ্যে ৪৬ বছর ধরে কাজ করছে বিএনপি। এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১ সেপ্টেম্বর) দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ বাকশাল করেছে আর বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। ছাত্র-জনতা এক হয়ে ২০২৪ সালে দেশকে স্বাধীন করেছে। এর জন্য বিএনপি ১৫ বছর ধরে লড়াই করেছে।
বিএনপি মহাসচিব আরও বলেন, গত ১৫ বছর হত্যা, গুম ও নির্যাতন মোকাবেলা করে বিএনপি টিকে রয়েছে। দেশকে নতুন করে গড়ে তোলাই বিএনপির শপথ। সব চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশে গণতন্ত্র ও মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য বলেও জানান তিনি।
/আরএইচ
Leave a reply