রাওয়ালপিন্ডি টেস্ট: ৬ উইকেটে ৭৫ রান নিয়ে লাঞ্চে বাংলাদেশ

|

রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে পাকিস্তান পেসারদের দাপটে স্কোরবোর্ডে মাত্র ১৬ রান যোগ করতেই ছয় উইকেট হারায় বাংলাদেশ। লাঞ্চ বিরিতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৭৫ রান। মেহেদী হাসান মিরাজ ৩৩ ও লিটন দাস ১৩ রানে অপরাজিত রয়েছেন।

ফলো-অন এড়াতে বাংলাদেশকে ১২৫ রান করতে হবে। সেই হিসেবে ফলো-অন এড়াতে বাংলাদেশের আরও ৫০ রান প্রয়োজন। পাকিস্তানের হয়ে চারটি উইকেট নিয়েছেন খুররম শাহজাদ ও দুইটি উইকেট নিয়েছেন মীর হামজা।

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন ভেসে গিয়েছিল বৃষ্টিতে। তবে দ্বিতীয় দিনটি নিজেদের করে নিয়েছিল টাইগাররা। প্রথম ইনিংসে স্বাগতিক পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করে টাইগাররা। এরপর ব্যাটিংয়ে নেমে দুই ওভারে ১০ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। তবে তৃতীয় দিনে পাকিস্তানি বোলারদের সামনে দাড়াতেই পারেনি প্রথম ছয় ব্যাটার। এদের মধ্যে শুধুমাত্র সাদমান ইসলাম ১০ রান নিয়ে দুই অঙ্কের ঘরে পৌঁছায়।

প্রসঙ্গত, রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply