মারা গেল রাশিয়ার স্পাই তিমি হাভালদিমির। রোববার (২ সেপ্টেম্বর) নরওয়ের সমুদ্র উপকূলে ভেসে ওঠে তিমিটির দেহ।
বন্দর নগরী রিসাভিকায় আলোচিত স্পাই তিমিটির মরদেহ ভেসে ওঠার খবরে সারাদেশে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোড়ন। ৫ বছর আগে নরওয়েতে প্রথম দেখা মেলে বেলুগা প্রজাতির তিমিটির। শরীরের সাথে ছিল গো-প্রো ক্যামেরা। স্পষ্ট ভাষায় যার গায়ে লেখা ছিল সেন্ট পিটার্সবার্গের ব্যক্তিগত যন্ত্র। সে থেকেই ধারণা করা হাভালদিমির কে গুপ্তচরের কাজে ব্যবহার করে মস্কো।
এছাড়া ভ্লাদিমির পুতিনের সাথে মিল রয়েছে তিমিটির নামের শেষ অংশের। যা উসকে দিয়েছে আলোচনা। বার্তা সংস্থা এএফপি জানায়, হাভালদিমিরের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। এছাড়া বেলুগা প্রজাতির তিমি হিসেবে মাত্র ১৫ বছরেই মৃত্যু তৈরি করেছে ধোঁয়াশা।
কর্তৃপক্ষ জানায়, তিমির মরদেহটি নেক্রোস্কোপির জন্য সংরক্ষিত আছে। তবে এ বিষয়ে কোন মন্তব্য করেনি মস্কো প্রশাসন।
/এটিএম
Leave a reply