কিমকে ২৪টি ঘোড়া উপহার দিলেন পুতিন

|

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে বিভিন্ন ধরনের আর্টিলারি শেল উপহার দিয়েছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এরপর কিম জং উনকে ২৪টি ঘোড়া উপহার দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এমএসএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, কিম জং উন ঘোড়া খুব পছন্দ করেন। তবে কিমের সব থেকে পছন্দ ‘অরলভ ট্রটার’ জাতের ঘোড়া। পুতিন সেই ‘অরলভ ট্রেটার’ জাতের ১৯টি ঘোড়া ও ৫টি স্ত্রী ঘোড়া উপহার দেন কিমকে।

দুই বছর আগেই পিয়ংইয়ংও ৩০ অরলভ ট্রটার পেয়েছিল। কিমকে একটি ভিডিওতে সাদা ঘোড়ায় চড়তে দেখা গিয়েছিল। ২০১৯ সালে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ায় প্রকাশিক তুষারপাতের সময় মাউন্ট পাইকতুতে একটি সাদা স্ট্যালিয়নে চড়ে কিমের ছবি সেই সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। 

কিম সেই সময় যে ঘোড়া চলেছিল তা উত্তর কোরিয়ার ঐতিহ্যের প্রতীক। কারণ ১৯৫০-৫৩ সালে কোরিয়ান যুদ্ধের পরবর্তী সময় আর্থিক অবস্থা ফেরাতে পৌরাণিক ডানাওয়ালা ঘোড়ার নামকরণ করেছিল চোল্লিমার। উত্তর কোরিয়ার একটি রকেট বুস্টারের নামও ‘চোল্লিমা-১’।

/এআই 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply