২৭ বছর পর প্রথমবারের মত আদমশুমারির আয়োজন করা হচ্ছে ইরাকে। সেজন্য, আগামী নভেম্বরে দুই দিনের জন্য কারফিউ ঘোষণা করা হয়েছে দেশটিতে। রোববার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী বলেছেন, আদমশুমারির জন্য আগামী ২০ এবং ২১ নভেম্বর ইরাকের সমস্ত প্রদেশে কারফিউ জারি করা হবে।
বহু দশকের সংঘাতের কারণে বিধ্বস্ত ইরাকে বেশ কয়েকবার আদমশুমারি স্থগিত করা হয়েছে। বিশেষ করে ২০১০ সালে বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনার কারণেও আদমশুমারি স্থগিত করা হয়েছিল।
এর আগে, আদমশুমারি ১১৯৭ সালে ১৫টি ইরাকি প্রদেশে অনুষ্ঠিত হয়েছিল। সেসময় দেশটির উত্তরাঞ্চলীয় তিনটি প্রদেশ এই আদমশুমারির বাইরে ছিল। মূলত উত্তরাঞ্চলীয় ওই তিনটি প্রদেশ নিয়ে আধা-স্বায়ত্তশাসিত ‘কুর্দিস্তান’ অঞ্চল গঠিত হয়।
/এআই
Leave a reply