আদালতে হাজী সেলিম, ১০ দিনের রিমান্ড আবেদন

|

ছবি: সংগৃহীত

ঢাকা-৭ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে আদালতে আনা হয়েছে। তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে আনা হয়। মহানগর হাকিম আক্তারুজ্জামানের আদালতে তার শুনানি হওয়ার কথা রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এর আগে, রোববার (১ সেপ্টেম্বর) রাতে তিনি রাজধানীর বংশাল এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন।  এরপর তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। কোটা সংস্কার আন্দোলনের সময়ও শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন হাজী সেলিম। পরে হাসপাতালে গিয়ে আশ্রয় নেন তিনি।

এর আগে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় ২০০৮ সালে ১৩ বছরের সাজা হয় তার। পরবর্তীতে ২০২২ সালে এই সাজা কমিয়ে ১০ বছর করে হাইকোর্ট।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply