প্রতিবেশী উত্তর কোরিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়া করলো দক্ষিণ কোরিয়া। সোমবার (২ সেপ্টেম্বর) থেকে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দর শহর পোহাং-এ শুরু হয় এই মহড়া। খবর কোরিয়া টাইমসের।
এতে অংশ নেয় দুদেশের নৌবাহিনী ও ম্যারিন কর্পসের সদস্যরা। শক্তিমত্তা প্রদর্শন করে ৪০টিরও বেশি জাহাজসহ বেশ কয়েকটি আকাশযান। দেখা মেলে যুক্তরাষ্ট্রের বিশেষ অ্যামফিবিয়াস অ্যাসল্ট শিপ ও বড় পণ্যবাহী নৌযানের।
এছাড়াও, সক্ষমতা যাচাই করা হয় জল, স্থল ও আকাশপথের। দুই মিত্রশক্তি, সিউল-ওয়াশিংটনের মধ্যে যুদ্ধ সক্ষমতা বাড়ানোই মহড়াটির উদ্দেশ্য। আগামী শনিবার পর্যন্ত চলবে বিশেষ এই মহড়া।
/এএম
Leave a reply