নির্বাচন এক মাস পেছানোর আশ্বাস দিয়েছে কমিশন: ড. কামাল হোসেন

|

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন জানিয়েছেন, আগামী একাদশ জাতীয় নির্বাচন এক মাস পেছানোর দাবি বিবেচনার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন।

আজ বুধবার বিকালে কমিশনের সাথে ঐক্যফ্রন্ট নেতাদের বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের এ কথা জানান ড. কামাল।

এছাড়া ঐক্যফ্রন্টের মুখপাত্র এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে ভোটকেন্দ্রের ভেতর থেকে গণমাধ্যমকে সরাসরি সম্প্রচারের অনুমতি দিতে চায় না ইসি।

গত ৮ নভেম্বর একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ২৩ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু ঐক্যফ্রন্টসহ বিরোধী দলগুলো এক মাস পেছানোর দাবি তুলে। পরে আরও সপ্তাহ পিছিয়ে ৩০ ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করে ইসি।

এক মাস পেছানোর দাবি নিয়ে কথা বলতে আজ বুধবার কমিশনে যায় ঐক্যফ্রন্টে প্রতিনিধি দল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply