হুতি নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা যুক্তরাষ্ট্রের

|

হুতি নিয়ন্ত্রিত দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালালো যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সামাজিকমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম।

ভূমধ্যসাগরে দুটি জ্বালানিবাহী জাহাজ ধ্বংসের জবাবে চালানো হলো এ হামলা, এমনটাই বলা হয়েছে বিবৃতিতে। এর আগে, গত ২১ আগস্ট লোহিত সাগরে হুতিদের ছোড়া ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলার শিকার হয় দুটি জাহাজ। সৌদি মালিকানাধীন এমভি আমজাদ বহন করছিলো ২০ লাখ ব্যারেল জ্বালানি তেল। অন্যটি ছিলো পানামার পতাকাবাহী ব্লু লেগুন।

দাহ্য পদার্থ থাকায় সাথে সাথেই আগুন ধরে যায় নৌযানগুলোয়। ব্যাপকভাবে দূষিত হচ্ছে সাগরের ওই অঞ্চলের পানি। তবে এতে হয়নি কোনো হতাহতের ঘটনা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply