অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সামনে আজও মানববন্ধন করেছেন আইনজীবীদের একাংশ। আওয়ামী লীগ সরকারের আমলে অ্যাটর্নি জেনারেল অফিসে সুবিধাভোগীদের নিয়োগ বাতিলের দাবি জানান তারা।
আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে অ্যাটর্নি জেনারেল অফিসের সামনে ব্যানার নিয়ে অবস্থান করেন ক্ষুব্ধ আইনজীবীরা। তাদের দাবি, গত সরকারের আমলে সুবিধাভোগীদের এবারও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নিয়োগ দেয়া হয়েছে। তাদের মধ্যে অনেকেই নিয়োগ পেয়েছেন গুরুত্বপূর্ণ সব পদে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতাকারীদের কীভাবে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নিয়োগ দেয়া হয়েছে, এমন প্রশ্ন তুলে দ্রুত তাদের নিয়োগ বাতিল করে অপসারণের দাবি জানান আইনজীবীরা। পরে মিছিল নিয়ে সুপ্রিমকোর্ট চত্বর প্রদক্ষিণ করেন তারা।
এর আগে, গত শনিবার (৩১ আগস্ট) সদ্য নিয়োগপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলদের (এএজি) নিয়োগ বাতিলের দাবিতে অ্যাটর্নি জেনারেলের অফিসের সামনে মানববন্ধন করে ‘বৈষম্যবিরোধী আইনজীবী সমাজ’।
/এএম
Leave a reply