সচিবালয়ে হামলার ঘটনায় ২ আনসার সদস্য গ্রেফতার

|

রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্য কর্তৃক হামলা ও ভাঙচুরের ঘটনায় দুই আনসার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আনসার সদস্যরা হলেন– সোহাগ মিয়া ও মিজানুর রহমান তুহিন। তারা আন্দোলনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

ঢাকা জেলা পুলিশ আনসার সদস্য সোহাগ মিয়াকে সাভার থেকে গ্রেফতার করা হয়েছে। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার পারমাস্তল গ্রামে। অপর আনসার সদস্য মিজানুর রহমান তুহিনকে রামু থানাধীন কাউয়ারখোপ ইউনিয়নের দুর্গম টিলাপাড়া এলাকার পাহাড়ি জঙ্গল থেকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা পুলিশ। তিনি কক্সবাজার জেলা সদরের চৌফলদন্ডী গ্রামের বাসিন্দা।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট দিবাগত রাতে রাজধানীর সচিবালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনরত আনসার সদস্যদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর আগে, চাকরি জাতীয়করণের দাবিতে আকস্মিক সচিবালয় অবরুদ্ধ করে রাখে তারা। এ ঘটনায় পৃথক চারটি থানায় মামলা করা হয়েছে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply