ইংলিশ চ্যানেলে পাড়ি দেয়ার সময় ফরাসি উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন গর্ভবতী মহিলা ও কয়েকজন শিশু রয়েছেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ফ্রান্সের বুলান শহরের কাছে এ নৌকাডুবির ঘটনা ঘটে। খবর বিবিসি।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেন, নৌকাটিতে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ছিল। এদের মধ্যে মাত্র কয়েকজন লাইফ জ্যাকেট পরা ছিল। নিহতদের অধিকাংশই নারী। এ ঘটনায় আরও দুইজন নিখোঁজ রয়েছেন বলেও জানান তিনি।
দেশটির কোস্টগার্ড জানায়, বুলান শহরের কাছে কেপ গ্রিস-নেজ থেকে ৫০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় কৌঁসুলি গুইরেক লে ব্রাস বলেন, প্রাথমিকভাবে নিহতরা ইরিত্রিয়ার নাগরিক বলে ধারণা করা হচ্ছে। তবে উদ্ধারকারীরা তাদের নাগরিকত্বের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি।
প্রসঙ্গত, মঙ্গলবারের এই ঘটনার আগে চলতি বছর ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ৩০ জন মারা গেছেন।
/আরএইচ
Leave a reply