ফিলিস্তিনি বংশোদ্ভূত শিশুকে ডুবিয়ে মারার চেষ্টা, ৩ মাস পর বিচারকাজ শুরু

|

ফিলিস্তিনি বংশোদ্ভূত ৩ বছর বয়সী শিশুকে হত্যাচেষ্টার ৩ মাস পর বিচারকাজ শুরু হলো ৪২ বছর বয়সী এক মার্কিন নারীর বিরুদ্ধে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) টেক্সাস নিবাসী ঐ নারীর বিরুদ্ধে গঠন করা হয় চার্জশিট। খবর আল জাজিরার।

তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় শিশু হত্যাচেষ্টাসহ ইচ্ছাকৃতভাবে শারীরিক নির্যাতন করার। এর আগে, অভিযুক্ত এলিজাবেথ উলফের বিরুদ্ধে গত মাসে অভিযোগ দায়ের করা হয়। গত মে মাসে টেক্সাসের একটি অ্যাপার্টমেন্টের সুইমিং পুলে ৩ বছর বয়সী ফিলিস্তিনি বংশোদ্ভুত ঐ মার্কিন শিশুকে ডুবিয়ে হত্যার চেষ্টা করেন ৪২ বছর বয়সী এই নারী।

এরপর তাকে আটক করা হলেও এক মিলিয়ন ডলারের বন্ডের বিনিময়ে জামিনে মুক্তি পান তিনি। গত মাসেও ৭১ বছর বয়সী এক মার্কিন বৃদ্ধের ছুরিকাঘাতে নিহত হয় ৬ বছর বয়সী ফিলিস্তিনি-মার্কিন শিশু।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply