অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছেন সচিবরা। বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে ৫৫টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা উপস্থিত ছিলেন।
গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর এটিই সব সচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রথম বৈঠক। এর আগে ১২ আগস্ট, ২৫টি মন্ত্রণালয়ের সচিবদের সাথে বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা।
জানা গেছে, বৈঠকে দেশের সাধারণ পরিস্থিতি এবং সরকারের অগ্রাধিকার নিয়ে আলোচনা হয়। সচিবদের সঙ্গে বৈঠকে ড. ইউনূস যত দ্রুত সম্ভব সারাদেশে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার বিষয়ে পরামর্শ চাইতে পারেন বলেও জানা গেছে।
একই সঙ্গে তিনি এসব বিষয়ে তার সরকার কী ভাবছে, সে বিষয়ে সচিবদের নির্দেশনা দেবেন। বৈঠকে স্থিতিশীলতা, বাজার পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার, দুর্নীতি প্রতিরোধসহ রাষ্ট্র সংস্কারের বিষয়ে আলোচনা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
/এমএইচ
Leave a reply