এক সপ্তাহ পরও অব্যাহত আছে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান। গাজার পর অঞ্চলটিতে ধীরে ধীরে তৎপরতা বাড়াচ্ছে নেতানিয়াহু বাহিনী। খবর আল জাজিরার।
আজ বুধবার (৪ সেপ্টেম্বর) নাবলুস, বেতেলহাম ও হেবরনে চলে দখলদার বাহিনীর অভিযান। বাড়িতে বাড়িতে চলে ব্যাপক তল্লাশি, চলে ধরপাকড়। আটক করা হয় অন্তত পাঁচজনকে। এসময় আইডিএফ সেনাদের গুলিতে আহত হন একজন। এছাড়াও, অলিগলিতে ভারী যানবাহন ও অস্ত্র নিয়ে টহল দিতে থাকে সেনারা।
এদিকে, জেনিনে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে তুমুল সংঘর্ষ হয়েছে ইসরায়েলি বাহিনীর। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা জোরালো এই অভিযানে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৩ ফিলিস্তিনি।
/এএম
Leave a reply