রাওয়ালপিন্ডি টেস্টে স্মরণীয় সেঞ্চুরি করায় র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন লিটন দাস। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষ ১৫-তে প্রবেশ করেছেন তিনি।
বুধবার (৪ সেপ্টেম্বর) প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ের হালনাগাদে দেখা যায় ২৭ নম্বর থেকে ১২ ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠে এসেছেন তিনি। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তিনিই সেরা অবস্থানে। তার পরেই আছেন মুশফিকুর রহিম, তিনি আছেন ১৭ নম্বরে।
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে বাংলাদেশ জিতেছিল ১০ উইকেটের ব্যবধানে। সেই ম্যাচের প্রথম ইনিংসে ৫৬ রান করেন লিটন। এরপর আবারও ব্যাটিংয়ের সুযোগ পান দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে। আর সেখানে দেখান পাহাড়সম দৃঢ়তা। পাকিস্তানের ২৭৪ রানের জবাবে মাত্র ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। এ সময় ১৩৮ রানের মহাকাব্যিক ইনিংসে দলকে নিয়ে যান ২৬২ রানে। তার সেই ইনিংসে ভর করেই জয়ের পথে পা বাড়ায় বাংলাদেশ।
গোটা সিরিজে দু’টি ইনিংস খেলেই লিটন উঠে এসেছেন র্যাঙ্কিংয়ের শীর্ষ পনেরোতে। এ মুহূর্তে তার রেটিং পয়েন্ট ৬৮৮। শীর্ষ বিশে লিটন ছাড়াও আছেন প্রথম টেস্ট জয়ের নায়ক মুশফিকুর রহিম। ৬৭৫ রেটিং নিয়ে এখনও ১৭তম অবস্থানে নাম তার।
১৫তম অবস্থানে উঠে এলেও এটাই লিটনের ক্যারিয়ার সেরা অবস্থান নয়। ২০২২ সালে ১২তম অবস্থানে উঠেছিলেন তিনি। টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটারদের মধ্যে আগের মতই শীর্ষে আছেন জো রুট, দুইয়ে কেইন উইলিয়ামসন, তিনে ড্যারেল মিচেল, চারে উঠে এসেছেন স্টিভেন স্মিথ। চার থেকে পাঁচে নেমে গেছেন হ্যারি ব্রুক।
/আরআইএম
Leave a reply