ব্যাংকিং খাতের মতো বিদ্যুৎ ও জ্বালানি খাতেও যথেষ্ট অনিয়ম হয়েছে। দেশের ১০ শতাংশ গ্যাস অপচয় ও চুরি হচ্ছে। এসব কারণে বছরে সরকারের হাতছাড়া হচ্ছে এক বিলিয়ন ডলার— এমন অভিযোগ করেছেন জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে জ্বালানি খাত সংস্কার বিষয়ক সেমিনারে এমন উদ্বেগের কথা জানান তিনি। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে ড. ইজাজ হোসেন আরও বলেন, জ্বালানি খাতকে আমদানি নির্ভর করা হয়েছে। নতুন গ্যাস না পেলে দশ বছরের মধ্যে দেশের মজুদ শেষ হয়ে যাবে।
জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে কারিগরি সিদ্ধান্ত হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে রাজনৈতিকভাবে।
আইবিএফবি এর সভাপতি হুমায়ুন রশিদ বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করো না গেলে ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে। শিল্পক্ষেত্রে তৈরি হবে হতাশা। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে আইবিএফবি’র সমর্থন অব্যাহত থাকবে।
/এমএন
Leave a reply