মেডিকেল প্রতিবেদক:
ফেনী এলাকার বন্যাদুর্গতদের চিকিৎসার জন্য ৬ সদস্যের একটি মেডিকেল টিম পাঠিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। আজ বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামান।
তিনি বলেন, আজ সকালে বন্যাদুর্গতদের চিকিৎসা ও সাহায্যের জন্য জরুরি ওষুধসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফেনীর উদ্দেশে ৬ সদস্যের একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে। টিমের মধ্যে দুজন চিকিৎসক, দুজন নার্স ও দুজন কর্মচারী রয়েছে। বন্যাদুর্গত এলাকায় কেউ অসুস্থ হয়ে পড়লে ফার্স্ট এইড ও ওষুধসহ প্রয়োজনীয় জিনিসপত্র পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এখানে যে প্রয়োজনীয় ওষুধপত্র দেয়া হয়েছে, সেগুলো হাসপাতালের চিকিৎসক ও এমআইএসটি শিক্ষার্থীদের দেয়া অর্থ দিয়ে কেনা হয়েছে।
এর আগে, গত ২৫ আগস্ট ছয় সদস্যের একটি মেডিকেল টিম পাঠানো হয়েছিল। মূলত ওখানে যারা কাজ করছেন, তাদের রিপ্লেসমেন্ট হিসেবে আজ আরেকটি মেডিকেল টিম পাঠানো হলো।
/এএম
Leave a reply