প্রধান মিত্র মুখ ফিরিয়ে নেয়ায় বিপাকে ট্রুডোর দল

|

হঠাৎ বিপাকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি। বুধবার (৪ সেপ্টেম্বর) সমর্থন সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে লিবারেল পার্টির প্রধান মিত্র জগমিৎ সিংয়ের দল নিউ ডেমোক্র্যাট পার্টি (এনডিপি)। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

লিবারেল সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সহায়তা করে আসছিল বামপন্থী দলটি। ২০২২ সালে লিবারেল-এনডিপি চুক্তি অনুযায়ী ট্রুডো সরকারের যেকোনো বিলে সমর্থন দিতো এনডিপি। তবে সম্প্রতি বিভিন্ন ইস্যুতে বিরোধ বাড়তে থাকে দুই দলের। বিশেষ করে মূল্যস্ফীতি ও আবাসন সংকট নিয়ে চাপে পড়ে জাস্টিন ট্রুডো প্রশাসন। লিবারেলদের ‘স্বার্থপর’ আখ্যা দেন জগমিৎ সিং।

২০২৫ সালের অক্টোবরে নির্বাচন আয়োজনের কথা কানাডায়। তবে এবার অনাস্থা ভোটে হেরে গেলে আগাম নির্বাচন হতে পারে দেশটিতে। নির্বাচনের জন্য তৈরি এনডিপি, এমন মন্তব্য করেছেন দলটির নেতা জগমিৎ সিং। অন্যদিকে, বিভিন্ন জরিপে দেখা যায় ভাটার দিকে ৫২ বছর বয়সী ট্রুডোর জনপ্রিয়তা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply