দাবানলে ব্রাজিল, ইচ্ছাকৃতভাবে আগুন ধরানো হয়েছে বলে ধারণা

|

আবারও ভয়াবহ দাবানলের কবলে ব্রাজিল। গাছ কাটতে গিয়ে দুষ্কৃতিকারীরা ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দিয়েছে বলে ধারণা স্থানীয় পুলিশের। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দুই দিন ধরে চলমান এই দাবানলে ধ্বংস হয়েছে ব্রাজিলিয়া ন্যাশনাল ফরেস্টের প্রায় ২০ শতাংশ বনাঞ্চল। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে আবাসিক এলাকা। শ্বাসকষ্টে ভুগছে অঞ্চলটির বাসিন্দারা।

কর্তৃপক্ষ জানায়, ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট গাছ কাটার অনুমতি দিলে এই অঞ্চলে আনাগোনা বেড়ে যায় চোরাচালানকারীদের। ২০২২ সালেই কেটে ফেলা হয় বনাঞ্চলটির প্রায় অর্ধেক।

আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে ফায়ারসার্ভিস। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলেও জানিয়েছে তারা। বাতাসের তীব্রতা ও তাপমাত্রা বাড়ার কারণে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে বাধার মুখে পড়তে হচ্ছে বলেও জানায় কর্তৃপক্ষ।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply