ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিখোঁজ ২১ অভিবাসনপ্রত্যাশী

|

আবারও অভিবাসনপ্রত্যাশী বোঝাই নৌকাডুবি হয়েছে ভূমধ্যসাগরে। বুধবার (৪ সেপ্টেম্বর) ইতালি উপকূলে ২৮ জনকে নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একটি রবারের ডিঙ্গি। খবর ওরগো টাইমসের।

নাটকীয় অভিযানে ৭ জনকে জীবিত উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড। এখনও নিখোঁজ ৩ শিশুসহ ২১ জন। চলছে তল্লাশি অভিযান। উদ্ধারকৃতরা সবাই সিরিয়ার নাগরিক।

ইতালি কর্তৃপক্ষ জানিয়েছে, ইউরোপে প্রবেশের লক্ষ্যে লিবিয়া থেকে রওনা দিয়েছিল অভিবাসনপ্রত্যাশীদের দলটি। ল্যাম্পাদুসা দ্বীপের কাছাকাছি পৌঁছে দুর্ঘটনার কবলে পড়ে তাদের নৌকা। ইতালিয়ান কোস্টগার্ডের নজরে পড়ায় এগিয়ে যায় উদ্ধারে।

প্রসঙ্গত, আন্তর্জাতিক অভিবাসী সংস্থার তথ্য অনুযায়ী চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মৃত্যু হয়েছে আড়াই হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীর।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply