গাজা উপত্যকায় অস্ত্রবিরতির প্রতিবাদে পদত্যাগ করেছেন, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আভিগদোর লিবারম্যান। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন- হামাসের সাথে নেতানিয়াহু প্রশাসনের এ অস্ত্রবিরতিকে ‘সন্ত্রাসের কাছে আত্মসমর্পণ’ হিসেবে আখ্যা দেন তিনি।
জেরুজালেমে সংবাদ সম্মেলনে লিবারম্যান বলেন, গেল সপ্তাহে গাজায় কাতারের দেড় কোটি ডলারের অর্থসহায়তা ঢুকতে দেয়ারও বিরোধী ছিলেন তিনি। দাবি করেন, মতপার্থক্য সত্ত্বেও নেতানিয়াহু সরকারের প্রতি বিশ্বস্ত থাকার চেষ্টা করেছিলেন। কিন্তু ফিলিস্তিনিদের পক্ষে যাওয়ার মতো সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রী ইসরায়েলের স্বার্থ ক্ষুণ্ন করেছেন। লিবারম্যানের পদত্যাগকে ‘গাজার রাজনৈতিক বিজয়’ হিসেবে অভিহিত করেছে হামাস।
এদিকে, এ ঘটনায় পার্লামেন্টে আরও দুর্বল হলো নেতানিয়াহুর জোট সরকার। এ অবস্থায় আগাম নির্বাচনের সম্ভাবনা দেখছেন অনেকে। ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ কার্যকরের পর অন্তবর্তীকালীন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেই।
Leave a reply