যুদ্ধের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ ভারতের প্রতিরক্ষামন্ত্রীর

|

ফাইল ছবি

যুদ্ধের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। লখনৌতে অনুষ্ঠিত ভারতীয় সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডারস কনফারেন্সে রাখা ভাষণে এই নির্দেশ দেন।

বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা পর্যবেক্ষণের কথাও বলেন সেনাদের। একইসাথে চীনের মতো প্রতিবেশী দেশগুলোর ব্যাপারেও সজাগ থাকার নির্দেশ দেন।

তিনি বলেন, ভারত বরাবরই শান্তিপ্রিয় দেশ। তাই শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এ সময় ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতিতে নানা ধরণের পরিবর্তন হচ্ছে। এ অবস্থায় ভারতীয় সামরিক বাহিনীকে অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার বিকল্প নেই।

রাজনাথ সিং বলেন, ভারত অতীতেও শান্তির পূজারী ছিল, ভবিষ্যতেও থাকবে। কিন্তু আমাদের চারপাশে যা ঘটছে, সেসব কার্যকলাপের ওপরও নজর রাখতে হবে। বিশ্ব পরিস্থিতির কারণে আমি সব সামরিক কমান্ডারদের নির্দেশ দিয়েছি ভারতের শান্তির জন্য সব সময় যুদ্ধের জন্য তৈরি থাকতে। কারণ কোনোভাবেই আমাদের শান্তিভঙ্গ করা যাবে না।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply