দুর্ভোগ কমেনি বন্যা দুর্গতদের

|

ধীরে ধীরে কমছে বন্যার পানি। তবে এখনও দুর্ভোগ কমেনি দুর্গতদের। ফেনীতে উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির।

বানের জল কমার সাথে সাথে শুরু হয়েছে নদী ভাঙন। আশ্রয়কেন্দ্র থেকে ফিরে ঘর মেরামত করছেন অনেকে।

নোয়াখালীতে এখনও জলমগ্ন ৫ উপজেলা। বন্যার কারণে নষ্ট হয়েছে জমির ফসল। বানভাসীদের দিন এখনও কাটছে আশ্রয়কেন্দ্রে।

কুমিল্লায়ও কয়েক লাখ মানুষ এখনও পানিবন্দি। তবে, বুড়িচংয়ের বেশ কিছু এলাকায় নেমেছে বানের জল। আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন অনেকে। লক্ষ্মীপুরেও ধীরগতিতে নামছে বন্যার পানি। খাল-বিল দখলে থাকায় বানের জল নামতে সময় লাগছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply