চাকরিতে প্রবেশের কোনো বয়সীমা থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। কেউ যাতে বয়সের কারণে বৈষ্যমের স্বীকার না হয়, তা নিয়ে নির্দিষ্ট নিয়ম চালু করারও আহ্বান জানান তিনি।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শাহবাগে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে মানববন্ধন করে ৩৫ সমন্বয় পরিষদ।
আন্দোলনকারীরা বলেন, চাকরির বয়স নির্দিষ্ট করে দীর্ঘদিন ধরেই মেধাবিদের সাথে বৈষম্য করা হচ্ছে। শিক্ষা ব্যবস্থার দিকে নজর না দিয়ে এমন বয়সসীমা নির্ধারণ অযৌক্তিক বলেও মন্তব্য করেন তারা।
মানববন্ধনে মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের লক্ষ্য পূরণে জন্য প্রাথমিক আন্দোলন সফল হয়েছে। তবে দাবি আদায়ের ক্ষেত্রে আন্দোলনকারী ধৈর্য্য ধরার পরামর্শও দেন তিনি।
/এটিএম
Leave a reply