আগামীর রাজনীতি হবে তারুণ্যের আশা, আকাঙ্ক্ষা ও প্রত্যাশা নিয়ে: আমীর খসরু

|

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দলটি আগামীর রাজনীতি হবে বাংলাদেশের মানুষ এবং তারুণ্যের আশা, আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বন্যাদূর্গত এলাকার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, শেখ হাসিনা পলায়নের পর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে দেশবাসী। তাই বিএনপির রাজনীতি দেশের স্বার্থে, মানুষের স্বার্থে। নতুন বাংলাদেশ পরিচালনা করবেন তারেক রহমান।

অতীতেও বিএনপি মানুষের পাশে ছিল মন্তব্য করে আমীর খসরু বলেন, দলটির রাজনীতির মূল শক্তি জনগণ। এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতিসহ অনেকে বক্তৃতা করেন।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply